চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

রাত ১২টার পর বন্ধ রাখা উচিত ইন্টারনেট সংযোগ, বললেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২২ | ১১:৩১ অপরাহ্ণ

রাত ১২টার পর ইন্টারনেট সংযোগ বন্ধ রাখা উচিত বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

তিনি বলেছেন, ‘বর্তমানে প্রযুক্তির ফলে শিক্ষার্থীরা রাত ১২টা-১টা পর্যন্ত মোবাইল ব্যবহার করে। রাত ১২টার পরও মোবাইলে মনোনিবেশ জাতির জন্য খুবই উদ্বেগজনক। এ সমস্ত যন্ত্রের মাধ্যমে মিথ্যাচার, অপপ্রচার চলে। এগুলোর নিয়ন্ত্রণ না থাকলে এদেশে সুস্থ রাজনীতি বা মানুষদের সুস্থ জীবনযাপন কঠিন হয়ে দাঁড়াবে। সরকারের কাছে সুপারিশ, রাত ১২টার পর এগুলো বন্ধ থাকা উচিত।’

শনিবার (৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ঢাকা ইউনিভার্সিটি অ্যালাইমনাই অ্যাসোসিয়েশনের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘আমাদের সময় আমরা লাইব্রেরিতে যেতাম। লেখাপড়ার যে উদ্যোগ ছিল, এখন সেগুলো নেই। সরকারের কাছে একটা সুপারিশ থাকতে পারে, রাত ১২টার পরে ইন্টারনেট বন্ধ রাখা উচিত। যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকতে পারে। প্রযুক্তির ফলে সবকিছু মোবাইলে পাওয়া যায়। শিক্ষার্থীরা এখন রাত ১২টা-১টা পর্যন্ত এ সব ব্যবহার করে। এর ফলে ভবিষ্যতে জাতি মেধাশূন্য হয়ে যাবে। মেধা সঙ্কট দেখা দেবে।’

এলাইমনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ, ডুআ’র সাবেক সভাপতি মঞ্জুরে এলাহী, সাবেক মহাসচিব ড. ফরাস উদ্দিন ও রঞ্জন কর্মকার, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সেলিমা খাতুন। স্বাগত বক্তব্য দেন মহাসচিব মোলতা মোহাম্মদ আবু কাউসার।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট