চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি নয়, আমরাও চাই: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২২ | ৭:৪৪ অপরাহ্ণ

সুষ্ঠু নির্বাচন শুধু বিএনপি চায় না, আমরাও চাই বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, দেশের মানুষও চায়। সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব সব দলের। যেসব দল আইনে বিশ্বাস করে তারা নির্বাচনও বিশ্বাস করে।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আওয়ামী লীগ কিংবা অন্য কোনো দল হোক যারা নির্বাচন করবে তারা নির্বাচনী আইনের আওতায় করবে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুষ্ঠু নির্বাচনের পক্ষে সরকার কোনো বাধা দিবে না। জনগণের আস্থা আওয়ামী লীগ সরকারের ওপর আছে। আর সেটা নির্বাচনেই প্রমাণ হবে।

এম এ মান্নান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় একটা দুর্ঘটনা ছিল। শ্রেষ্ঠ বিমানও কিন্তু মুহূর্তে মাটিতে পড়ে যেতে পারে।

এসময় সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহসহ আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/মামুন/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট