চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি: সৈকতে ভেসে এলো শিশুর লাশ

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর, ২০২২ | ১২:০৩ অপরাহ্ণ

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে টেকনাফে বঙ্গোপসাগরের উপকূলে ট্রলারডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ অক্টোবর) রাতে উখিয়ার মনখালী সমুদ্র সৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় চার জনের লাশ উদ্ধার হলো।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ইনানী পুলিশ ফাঁড়ির এসআই সাইদুল রহমান। তিনি জানান, রাতে খবর পেয়ে ইনানী পুলিশের সদস্যরা মনখালী সমদ্র সৈকতে এক শিশুর লাশ ভেসে আসার খবর দেন স্থানীয়রা। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মঙ্গলবার রোহিঙ্গাবোঝাই ট্রলারডুবির ঘটনায় নিহত শিশুর হওয়ায় টেকনাফ শামলাপুর পুলিশে হস্তান্তর করা হয়েছে।

এর আগে মঙ্গলবার ভোরে টেকনাফের বাহারছড়া উপকূলে ট্রলারডুবির ঘটনা ঘটে। এরপর সকাল থেকে দুপুর পর্যন্ত রোহিঙ্গাসহ ৪৫ জনকে জীবিত ও তিন নারীকে মৃত উদ্ধার করেন কোস্ট গার্ডের সদস্যরা।

নিহতরা হলেন- উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর তৈয়বা খাতুন (১৮), কিসমত আরা (১৭) ও ক্যাম্প-১৮ এর উম্মে সালমা (১৮)। তবে রাতে মৃত উদ্ধার শিশুর পরিচয় জানা যায়নি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট