চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

মসজিদের ভেতরে রাখা জুতার বাক্সে মিলল নবজাতক

অনলাইন ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২২ | ৩:৪৬ অপরাহ্ণ

হবিগঞ্জের নবীগঞ্জে এক মসজিদের ভেতরে রাখা জুতার বাক্স থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাতে এশার নামাজের পর পৌর এলাকার ওসমানী রোডস্থ বায়তুন নূর জামে মসজিদের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

ওই শিশুটির বয়স আনুমানিক তিন দিন বলে জানা গেছে। তাকে উদ্ধারের পর পৌর এলাকার আনমুনু গ্রামের এক নারীর কাছে রেখেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার এশার নামাজের সময় মসজিদে এক মুসল্লী হঠাৎ নবজাতকের কান্নার শব্দ শুনতে পান। তিনি জুতার বক্সে নবজাতকে দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, শিশুটিকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে স্থানীয় এক নারীর হেফাজতে রাখা হয়েছে। কে বা কারা তাকে মসজিদে রাখল তা জানার চেষ্টা চলছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট