চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নেপালের যে মাঠে মেয়েরা চ্যাম্পিয়ন, সেখানেই ছেলেদের হার

অনলাইন ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২ | ১১:৪৬ অপরাহ্ণ

নেপালের মাটিতে যে মাঠে বাংলাদেশ নারী ফুটবল দল স্বাগতিকদের হারিয়েছিল, সেই মাঠে একই ব্যবধানে নেপালের কাছে হেরেছে বাংলাদেশের ছেলেরা। ৮ দিনের ব্যবধানে নারী দলের ইতিহাস গড়ার মাঠে ছেলেরা নাস্তানাবুদ হয়েছে স্বাগতিক দলের কাছে।

ফিফা প্রীতি ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। নেপালের পক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেন অঞ্জন বিস্ত। সফরকারীদের পক্ষে সান্ত্বনাসূচক গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকে।

 

ক্যাম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি খেলতে কাঠমান্ডুর মাঠে নেমেছিল বাংলাদেশ দল। আগের ম্যাচের আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি লাল-সবুজরা। বরং ডিফেন্সের দুর্বলতায় নেপালের কাছে প্রথমার্ধে ৩ গোল হজম করে বড় হারের মুখোমুখি জামাল-জিকোরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের হয়ে ৩টি গোলই এসেছে অঞ্জন বিস্তর পা থেকে। ৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ দল।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট