চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

১২ লাখ ৪০ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক হ ঢাকা অফিস

৪ মে, ২০১৯ | ২:৩৪ পূর্বাহ্ণ

অতি প্রবল ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় উপকূলবর্তী ১৯ জেলায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘ফণি’র সর্বশেষ অবস্থা ও প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে মৃক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, প্রধানমন্ত্রী মুখ্য সচিব নজিবুর রহমান, তথ্য সচিব আব্দুল মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন, ৪ হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। সন্ধ্যার মধ্যে ২১ থেকে ২৫ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার লক্ষ্যমাত্রার রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট