চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

যুক্তরাষ্ট্রে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তাব যাচাই করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৮ আগস্ট, ২০২২ | ৩:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ রোহিঙ্গাদের নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (২৮ আগস্ট) সচিবালয়ের নিজ দপ্তরে রোহিঙ্গা সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা রোহিঙ্গাদের নেওয়ার বিষয়ে প্রস্তাব দিয়েছেন তা যাচাই বাছাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত চূড়ান্ত কোন প্রস্তাব আসেনি। প্রস্তাব পেলে অল্পসংখ্যক নয়, অধিকসংখ্যক নেওয়ার জন্য বলব। এতে আমাদের সুবিধা হবে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আমরা মাঝে মধ্যেই সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করছি। বিনা কারণে আমরা রক্তপাত ও মিয়ানমার থেকে মাদকের আনাগোনাও লক্ষ্য করা যায়। এর জন্য গোয়েন্দা তৎপরতা এবং অভ্যন্তরে গোয়েন্দা কার্যক্রম বন্ধের লক্ষ্যে আমরা তথ্যভিত্তিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট