চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৯ কিশোর

অনলাইন ডেস্ক

২৩ আগস্ট, ২০২২ | ১১:০৮ অপরাহ্ণ

পুরনো ঢাকার ওয়ারীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে নতুন সাইকেল উপহার পেলেন ৩৯ কিশোর। জানা যায়, কিশোরদের জামাতে নামাজে অভ্যস্ত করতে সেখানকার লারমিনি স্ট্রিটের মাসজিদুন নূর সম্প্রতি এই প্রতিযোগিতার আয়োজন করে।

মসজিদ কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, ১০ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে যারা টানা ৪০ দিন প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতে আদায় করবে, তাদের প্রত্যেককে ব্র্যান্ড নিউ এক্সক্লুসিভ সাইকেল দেওয়া হবে। বিষয়টি এলাকার কিশোরদের মধ্যে অন্য রকম উদ্দীপনা সৃষ্টি করে এবং বহু কিশোর এই প্রতিযোগিতায় অংশ নেয়।

টানা ৪০ দিন জামাতে নামাজ পড়ে শেষ পর্যন্ত ৩৯ জন বিজয়ী হতে সক্ষম হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে যার যার বয়স অনুযায়ী সেই সাইজের সাইকেল তুলে দেওয়া হয়।

মুসল্লিদের দাবি, এ ধরনের উদ্যোগে সন্তানের পাশাপাশি বহু বাবাও মসজিদের নিয়মিত নামাজি হয়ে গেছেন। তাঁরা মনে করেন, এমন উদ্যোগ প্রতিটি মহল্লায় নেওয়া গেলে সন্তানদের বহু অপরাধ থেকে দূরে রাখা সম্ভব হবে। সূত্র: কালের কণ্ঠ

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট