২২ আগস্ট, ২০২২ | ১:১০ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রলির সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহতরা হলেন- উপজেলার বাকরকাঠি এলাকার আক্কাস আলীর ছেলে রাকিব (২৩) ও কবিরকাঠি এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে বায়েজিদ (২৫) এবং ট্রলির চালক বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকার বাসিন্দা জহিরুল তালুকদার (২৫)।
সোমবার (২২ আগস্ট) সকাল ১০টায় কবিরকাঠির কাঠেরপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন। তিনি বলেন, কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাওয়ার পথে বাসটি পণ্যবাহী ছোট ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রলিতে থাকা একজন ঘটনাস্থলেই মারা গেছেন। বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানের পর সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। যানবাহন দুটিকে জব্দ করা হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রেজাউল কবির জানান, গুরুতর আহত দুজনকে হাসপাতালে আনার পথেই মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের রাখা হয়েছে।
পূর্বকোণ/এএস