চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি ২ দিন করার চিন্তা’

অনলাইন ডেস্ক

১২ আগস্ট, ২০২২ | ৪:২৩ অপরাহ্ণ

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকার দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি দুইদিন করার কথা ভাবছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। শুক্রবার (১২ আগস্ট) ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

দীপু মনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটিটা দুইদিন করা যায় কি না বিদ্যুৎ সাশ্রয়ের জন্য, সে বিষয়টা ভেবে দেখছি। তবে এই মুহূর্তেই কোনো সিদ্ধান্তের কথা বলতে পারছি না। হয়তো শিগগিরই যে সিদ্ধান্ত হবে, সেটা জানিয়ে দেওয়া হবে।’

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বছর থেকে শুক্র ও শনিবার ২ দিন সাপ্তাহিক ছুটি থাকবে।

পর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট