চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২২ | ১১:০৭ পূর্বাহ্ণ

১৯৭৫ সালের ২৬ মার্চ স্বাধীনতা দিবসের পঞ্চম বার্ষিকীতে সোহরাওয়ার্দী উদ্যানের সবুজ চত্বরে দাঁড়িয়ে দেশের ভিতরে নব্যশত্রুদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বঙ্গবন্ধু আহ্বান জানালেন দেশ গড়ার নতুন যুদ্ধের। এই অসাধারণ ভাষণটি স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। বাংলাদেশ এগিয়ে নেয়ার চমৎকার সম্ভাবনাময় এই ভাষণটির কথা জানেন না অনেকেই। হায়েনারাই ভাষণটি জনসম্মুখে আসতে দেয়নি।

ভাষণে দুর্নীতিবাজদের বিরুদ্ধে নতুন সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু। আর এজন্য জনগণের সহায়তা চান তিনি। বঙ্গবন্ধু বলেন, জনগণের সমর্থন ছাড়া সরকারি আইন করে কোনদিন দুর্নীতিবাজদের দূর করা সম্ভব নয় । আজকে আমার একটি মাত্র অনুরোধ আছে আপনাদের কাছে। আমি বলেছিলাম, ঘরে ঘরে দুর্গ গড়ে তোল, জেহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে শত্রুর বিরুদ্ধে। আজকে আমি বলব বাংলার জনগণকে- এক নম্বর কাজ হবে দুর্নীতিবাজদের বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। আমি আপনাদের সাহায্য চাই। গণআন্দোলন করতে হবে। আমি গ্রামে গ্রামে নামবো। এমন আন্দোলন করতে হবে যে, ঘুষখোর, যে দুর্নীতিবাজ, যে মুনাফাখোর, যে আমার জিনিস বিদেশে চোরাচালান দেয় তাদের সামাজিকভাবে বয়কট করতে হবে। এ কথা মনে রাখতে হবে। গ্রামে গ্রামে মিটিং করে দেখতে হবে, কোথায় আছে, ওই চোর, ওই ব্ল্যাক মার্কেটার, ওই ঘুষখোর। ভয় নাই, আমি আছি। ইনশা আল্লাহ, আপনাদের ওপর অত্যাচার করতে দেব না।’ বঙ্গবন্ধু তাঁর প্রায় প্রতিটি ভাষণেই দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি করেছেন।

 

পূর্বকোণ/আর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট