চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

২৮ আগস্ট সংসদ অধিবেশন

অনলাইন ডেস্ক

১১ আগস্ট, ২০২২ | ৬:১৮ অপরাহ্ণ

আগামী ২৮ আগস্ট থেকে একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহবান করেছেন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন সংসদের যুগ্ম সচিব তারিক মাহমুদ।

তিনি বলেন, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেন। ২৮ আগস্ট বিকাল ৫টা থেকে অধিবেশন শুরু হবে।

 

এর আগে ৩০ জুন জাতীয় সংসদের ১৮তম ও বাজেট অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।

 

পূর্বকোণ/এএস/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট