চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাঙ্কিপক্স : বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২ | ১১:০৫ অপরাহ্ণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা শনিবার জানিয়েছে, বিশ্বের ৭০টিরও বেশি দেশে মাঙ্কিপক্স ভাইরাস ছড়িয়ে পড়ায় বিষয়টি এখন ‘অস্বাভাবিক’ পর্যায়ে চলে গেছে। ফলে এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্স নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করল তারা। 

জরুরি অবস্থা ঘোষণা করার কারণে এখন এক সময় বিরল রোগ হিসেবে বিবেচনা করা মাঙ্কিপক্সের চিকিৎসা নিয়ে আরও বেশি অর্থ ব্যয় করা হবে। 

মাঙ্কিপক্স রোগটি কয়েক দশক ধরে পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকায় ছিল। গত মে মাসের আগ পর্যন্ত এ রোগটির সন্ধান আফ্রিকা মহাদেশের বাইরে পাওয়া যাওয়ার কথা জানা যায়নি।  মে মাসে ইউরোপ, নর্থ আমেরিকা এবং অন্যন্য অঞ্চলে মাঙ্কিপক্সের সন্ধান পায় কর্তৃপক্ষ। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগতত্ত্ব অধিদপ্তর জানিয়েছে, মে মাসের পর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ হাজার মানুষের দেহে মাঙ্কিপক্স রোগের উপস্থিতি পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারি, ২০১৪ সালের উত্তর আফ্রিকার ইবোলা, ২০১৬ সালে লাতিন আমেরিকার জিকা ভাইরাস এবং বর্তমানে চলমান পোলিও নিয়ে জরুরি অবস্থা  ঘোষণা করেছে। 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট