চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘ভারত থেকে ৫১টি রোহিঙ্গা পরিবার বাংলাদেশে ঢুকেছে’

অনলাইন ডেস্ক

২১ জুলাই, ২০২২ | ৫:১৬ অপরাহ্ণ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বলেছেন, ভারত থেকে ৫১টি রোহিঙ্গা পরিবারের ২১২ জন সদস্য সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে। এছাড়াও বাংলাদেশ-ভারত সীমান্তের দুর্গম এলাকা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (২১ জুলাই) পিলখানায় বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসএফ’র ৫২তম সীমান্ত সম্মেলনে মহাপরিচালক পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দালাল চক্রের সাহায্যে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করছে। উভয় সীমান্তে যেসব দালাল চক্র রয়েছে, তাদের খুঁজে বের করতে হবে। বিএসএফ মহাপরিচালকের কাছে এসব বিষয় তুলে ধরেছি। বিএসএফ’র পক্ষ থেকে আমাদের আশ্বস্ত করা হয়েছে।’ ভবিষ্যতে যেন ভারত থেকে রোহিঙ্গারা ঢুকতে না পারে সে ব্যাপারেও নজরদারি থাকবে বলে জানান বিজিবি মহাপরিচালক।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট