চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

হজে গেলেন স্বাস্থ্যমন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ও সচিব

অনলাইন ডেস্ক

৪ জুলাই, ২০২২ | ৪:৩৮ অপরাহ্ণ

হজ পালনের উদ্দেশে সৌদি আরবে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং বিমান ও স্বাস্থ্য সচিব।

রবিবার (৩ জুলাই) রাতে সর্বশেষ ফ্লাইটে করে সৌদিতে পৌঁছেন তারা। সোমবার (৪ জুলাই) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।

 

দূতাবাস জানায়, পবিত্র হজ পালনের উদ্দেশে বাংলাদেশ বিমানের ফ্লাইটে রবিবার বাংলাদেশ সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, এমপিসহ বেশ কয়েকজন সচিব সৌদি আরব এসেছেন। এসব হজযাত্রীদের রাত ১১টায় জেদ্দা হজ টার্মিনালে স্বাগত জানান রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। এছাড়া হজযাত্রী হিসেবে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও জেদ্দা এসেছেন। সবমিলিয়ে এ বছর প্রায় ৫৮ হাজার বাংলাদেশি হজ পালন করবেন।

 

পূর্বকোণ/এএস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট