চট্টগ্রাম মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

৭ জুন, ২০২২ | ২:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

‘মালিকপক্ষের গাফিলতি থাকলে আইনের আওতায় আনা হবে’

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় মালিকপক্ষের গাফিলতি থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আজ মঙ্গলবার (৭ জুন) সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, নাশকতা যে হয়েছেই সেটা জোর দিয়ে বলা যাবে না কিন্তু আগুনটা ছড়িয়েছে বিচ্ছিন্নভাবে। বিক্ষিপ্তভাবে মাঝের অনেকগুলো কন্টেইনারে আগুন ছড়ায়নি, চোখে দেখলে যে কারোরই সন্দেহ হতে পারে যে এটা নাশকতা কি না। তবে তদন্তে সব বেরিয়ে আসবে নিশ্চয়ই।

তিনি আরও বলেন, সীতাকুণ্ডের আগুনের ঘটনা সন্দেহজনক, মালিকপক্ষও সন্দেহ করছে এটা নাশকতা কি না। হাইড্রোজেন পার অক্সাইড বিস্ফোরক দ্রব্য না কিন্তু তারপরও আগুন ছড়িয়েছে ভয়াবহ আকারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট