চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পদ্মা সেতুর বাস্তবায়ন বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৭ মে, ২০২২ | ১২:৫৩ অপরাহ্ণ

পদ্মা সেতুর বাস্তবায়ন বিএনপির লোকেদের সহ্য হচ্ছে না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (২৭ মে) সকাল পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রাজাপুর গ্রামে নির্মাণাধীন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনের তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির লোকেরা মিথ্যা বলতে, সন্ত্রাস করতে অভ্যস্ত। বাংলাদেশের কিছু ভালো হোক, সেটা উনারা চান না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার যে স্বপ্নের পদ্মা সেতু বানাতে পেরেছে এবং সেটা বাংলাদেশের জনগণের অর্থায়নে, এটা সহ্য হচ্ছে না উনাদের। সেজন্যই তারা পদ্মা সেতুর ব্যাপারে অপপ্রচার করছে‌।’

তিনি বাংলাদেশের মানুষকে এসব অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান।

আখাউড়া উত্তর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী রাজাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্প নির্মাণে দুর্নীতি প্রসঙ্গে জানতে চাইলে আনিসুল হক বলেন, ‘এই প্রকল্পে যারা জড়িত আছে, দেখা গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আরও যদি কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এমনকি বাংলাদেশের যে কোনো জায়গায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে যদি কেউ দুর্নীতি করে থাকে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

প্রকল্প পরিদর্শনের সময় আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশ্রাফ আহমেদ রাসেল, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা পৌরসভার মেয়র এমজি হাক্কানী ও কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট