চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাতীয় নৌ নিরাপত্তা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

২৩ মে, ২০২২ | ১০:০৩ পূর্বাহ্ণ

আজ জাতীয় নৌ-নিরাপত্তা দিবস। সারাদেশে আজ থেকে নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘প্রশিক্ষিত জনবল ও নিরাপদ জলযান, নৌ-নিরাপত্তায় রাখবে অবদান ’। ২০০৪ সালের ২৩ মে রাতে মেঘনা নদীতে ‘এমভি লাইটিং সান’ নামের একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। সেদিন সেই লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।

মেঘলা আকাশের মধ্যে লঞ্চটি ছেড়ে আসার সময় নদীতে উত্তাল ঝড় শুরু হয়। যাত্রীরা মাস্টারকে নোঙর ফেলতে বলেও তারা তা করেননি। উল্টো বিপজ্জনক পরিস্থিতির মধ্যে আড়িয়াল খাঁ নদী পার হয়ে মেঘনা নদীতে পৌঁছালে ঝড় আরও ব্যাপক আকার ধারণ করে। যাত্রীদের চিৎকার থামাতে সেদিন লঞ্চ স্টাফরা লাঠিপেটা করে যাত্রীদের। সেই দুর্ঘটনায় অনেকে মৃত্যু হয়। সে থেকে ২৩ মে নৌপথের যাত্রীর নৌ-নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ‘নোঙর বাংলাদেশ’ গড়ে উঠে। নোঙর বাংলাদেশ ১৮ বছর ধরে বহুবিধ কর্মসূচির মাধ্যমে ২৩ মে দিনটিকে নৌ-নিরাপত্তা দিবস হিসেবে পালন করে আসছে।

পূর্বকোণ/এস 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট