২২ মে, ২০২২ | ১২:৫৩ অপরাহ্ণ
অনলাইন ডেস্ক
দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত পুরান ঢাকার সংসদ সদস্য হাজী সেলিম জামিন আবেদন করেছেন। আজ রবিবার (২২ মে) দুপুরে তার আত্মসমর্পণের কথা রয়েছে।
হাজী সেলিমের আইনজীবী অ্যাডভোকেট প্রাণ নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আদালতে আত্মসমর্পণ করার পর জামিন বাতিল হলে হাজী সেলিমকে কারাগারে যেতে হবে। সে বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি উন্নত চিকিৎসা ও ডিভিশন চেয়ে আবেদন করেছেন। আজ দুপুর ২টায় তিনি আত্মসমর্পণের জন্য আদালতে যাবেন।
সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বলেন, চিকিৎসা শেষে হাজী সেলিম এয়ারপোর্ট থেকে সরাসরি আমার চেম্বারে এসেছিলেন। ২৫ মের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার বাধ্যবাধকতা রয়েছে। তিনি এখনই আত্মসমর্পণ করতে চান। কিন্তু ১৫ মে পর্যন্ত আদালত বন্ধ। আত্মসমর্পণ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলও করা হবে। সে প্রস্তুতি চলছে।
গত ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাজী সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১৩ বছর সাজা কমিয়ে ১০ বছর কারাদণ্ড বহাল রেখে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট। রায় প্রদান করেন বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি এ কে এম জহিরুল হক।
পূর্বকোণ/এস