চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

ভারতে পাচার হওয়া ৫ তরুণী দেশে ফিরলেন

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২২ | ১০:৪৭ পূর্বাহ্ণ

বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছে ভারতে পাচার হওয়া পাঁচ তরুণী।

শনিবার (২১ মে) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ রাজু বলেন, ‘বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পাঁচ তরুণী দেড় বছর পর দেশে ফিরেছে। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুইয়া বলেন, ‘থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।’

পাচার হওয়া এক তরুণী বলেন, ‘দালালের খপ্পরে পড়ে বিভিন্ন সীমান্ত পথে ভারতের ব্যাঙ্গালুর শহরে যাওয়ার পর সেখানে তারা বাসা বাড়ির কাজ নেয়। এ সময় পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়। পরে একটি এনজিও সংস্থার মাধ্যমে তারা ৯ মাস থেকে দেড় বছর পর্যন্ত একটি সেফ কাস্টডিতে থাকে।

যশোর জাস্টিস এন্ড কেয়ারের এরিয়া কোয়া-অডিনেটর রোকেয়া পারভিন বলেন, ‘ওই পাঁচজনকে যশোরে শেল্টার হোমে রাখা হবে। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।’

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট