চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ঝড়ের কবলে বাল্কহেড ডুবি

অনলাইন ডেস্ক

২১ মে, ২০২২ | ২:০৩ অপরাহ্ণ

ভোলায় মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে বালুবাহী একটি বাল্কহেড ডুবে গেছে। কিন্তু বাল্কহেডে থাকা মাস্টার, শুকানি ও স্টাফসহ পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ মে) সকাল ৯টায় মেঘনার তুলাতলী পয়েন্টে এটি ডুবে যায়।

তুলাতলী মাছ ঘাটের আড়ৎদার মনজু হোসেন জানান, সকালে বাল্কহেডটি ঝড়ের কবলে পড়ে। তখন সেটি তীরে ভেড়ানোর চেষ্টা চালানো হয়। তুলাতলী ঘাটের কাছাকাছি এসে বাল্কহেডটি ডুবে যায়। তবে বাল্কহেড়ে থাকা পাঁচ শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, বাল্কহেড় ডুবির খবরটি পুলিশকে কেউ জানাননি। তবে বিষয়টি নিয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

পূর্বকোণ/এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট