চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাড়ছে প্লাটিলেট গ্রহণের সংখ্যা, স্বজনরা দিশেহারা

নিজস্ব প্রতিবেদক

২৭ জুলাই, ২০১৯ | ২:১৭ অপরাহ্ণ

ডেঙ্গু রোগীদের প্লাটিলেট গ্রহণের সংখ্যা পর্যন্ত বেড়ে দাঁড়িয়ে ২ থেকে ৫ গুণ। অনেকটা দিশেহারা রোগীর স্বজনরা হয়ে ঘুরছেন রক্তের সন্ধানে। চিকিৎসক ও ব্লাডব্যাংকের কর্মকর্তারা মনে করছেন ডেঙ্গুরোগীর সংখ্যা এবার বেশি থাকায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

একজন ডেঙ্গু রোগীর জন্য ধরণভেদে ১ থেকে ৪ জন বা তারও বেশি রক্তদাতার থেকে প্লাটিলেট সংগ্রহ করতে হয়। এবার প্লাটিলেটের পাশাপাশি প্রয়োজন পড়ছে রেডসেল ও অন্যান্য উপাদানেরও। যে কারণে বেড়েছে ডোনারের চাহিদাও। রক্তের মূল্য বাদে অন্যান্য খরচ এক হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। কোন কোন বেসরকারি হাসপাতালে ব্যয় আরও বেশি।

গত বছর ব্লাড ব্যাংকগুলো ডেঙ্গু রোগীদের জন্য যে হারে প্লাটিলেট সরবরাহ করেছে এবার তা অন্তত ৫ গুণ বেশি। রক্তের জন্য ব্লাড ব্যাংকগুলো ডোনারদের ওপর নির্ভরশীল। চাপ বেশি থাকার কারণে খোলা রাখা হচ্ছে দিন-রাত ২৪ ঘণ্টা। প্লাজমা আর অন্যান্য উপাদান আগেভাগে সংগ্রহ করে রাখা যায়। তবে সরাসরি দাতার কাছ থেকে নিয়েই রোগীদের প্লাটিলেট দেয়া হচ্ছে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট