চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এবার ডেঙ্গুতে আক্রান্ত বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি

অনলাইন ডেস্ক

২৬ জুলাই, ২০১৯ | ৭:০৫ অপরাহ্ণ

এবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

সংস্থাটির আবাসিক কার্যালয়ের (ইউএনআরসি) এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার (২৬ জুলাই) নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, গত কয়েকদিন ধরে তিনি (মিয়া সেপ্পো) জ্বরে ভুগছেন। ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে তার ডেঙ্গু হয়েছে।

সেপ্পো আপাতত অফিস করছেন না বলেও জানা গেছে।

মিয়া সেপ্পো হাসপাতালে ভর্তি হননি। তবে চিকিৎসকের পরামর্শে এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। কবে থেকে সেপ্পো অফিস করবেন সে বিষয়ও নিশ্চিত হওয়া যায়নি।

রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। বর্ষা মৌসুমে হাসপাতালগুলোতে প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে রোগীর সংখ্যা। দিন যত যাচ্ছে, ততই ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। রাজধানীসহ সারাদেশেই ডেঙ্গু এখন একটি আতঙ্কের নাম।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার এন্ড কন্ট্রোল রুমের হিসাব অনুযায়ী, পুরো দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২৫৬ জন। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন।

 

 

পূর্বকোণ/ময়মী

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট