চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

মালিঙ্গার শেষ ম্যাচ ভেসে যেতে পারে বৃষ্টিতে!

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই, ২০১৯ | ১:৩০ অপরাহ্ণ

কলম্বোতে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৩টায় মাঠে নামবে দু’দল। কিন্তু বৃষ্টির কারণে ভেস্তে যেতে পারে ম্যাচটি।

কলম্বোর স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, ২৬ জুলাই বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে, এমনটাই বলেছে তারা। তাই শুক্রবারের ম্যাচ হওয়ার সম্ভাবনা নিয়েও জেগেছে প্রশ্ন।

এদিকে দলটির অভিজ্ঞ পেসার এবং সাবেক অধিনায়ক লাসিথ মালিঙ্গা বাংলাদেশের বিপক্ষে আজকের ম্যাচ শেষেই ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা গিয়েছেন। তাই শেষ ম্যাচে মালিঙ্গাকে জয় উপহার দিতে স্বভাবতই মরিয়া থাকবে শ্রীলঙ্কা। যদিও মালিঙ্গাকে আরো কিছুটা সময় দলে চেয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে।

তবে জয়ের জন্য উন্মুখ থাকবে দুই দলই। যদিও দুই দলের মুখোমুখি লড়াইয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। দুই দল এখন পর্যন্ত ৪৫টি ওয়ানডে খেলেছে, যেখানে ৩৬ ম্যাচে জয়ের মুখ দেখেছে শ্রীলঙ্কা। ৭ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। তবে শেষ দেখায় শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। এশিয়া কাপে ১৩৭ রানের বিশাল জয় পেয়েছিলেন সাকিব-তামিমরা। তাই আত্মবিশ্বাসে কিছুটা এগিয়ে থাকছে বাংলাদেশ।

এদিকে স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আজ বৃষ্টি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা ২৯ ডিগ্রী সেলসিয়াস থাকলেও মুষলধারে বৃষ্টি হবে, এমনটাই বলেছে তারা। তাই ধারণা করা হচ্ছে, লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচটি ভেসে যেতে পারে বৃষ্টিতে!

কিছুদিন আগে শেষ হওয়া ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। এবার সিরিজের প্রথম ওয়ানডেতেও হানা দিতে পারে বৃষ্টি। এছাড়া সিরিজের অবশিষ্ট দুটি ওয়ানডে ম্যাচেও (২৮ এবং ৩১ জুলাই) বাঁধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট