চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৫০ বছরে বিশ্বে বন্যপ্রাণী কমেছে দুই-তৃতীয়াংশ

নিজস্ব প্রতিবেদক 

৩ মার্চ, ২০২২ | ১:১২ অপরাহ্ণ

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড’এর তথ্য মতে, ১৯৭০ সাল থেকে বিশ্বে এ পর্যন্ত বন্যপ্রাণীর সংখ্যা কমেছে দুই-তৃতীয়াংশ। এ সময় বাংলাদেশের ভূখণ্ড থেকে হারিয়ে গেছে ৩১ প্রজাতির প্রাণী। এছাড়াও বাংলাদেশে অন্তত ২১৯টি প্রজাতির বন্যপ্রাণী বিপন্ন হয়ে গেছে। এমন পরিস্থিতির মধ্যে আজ ৩ মার্চ দেশে পালন করা হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস। জাতিসংঘভুক্ত দেশগুলো এ দিবসটি বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  পালন হয়ে আসছে।  বন বিভাগের এক তথ্যে দেখা যায়, বাংলাদেশে বিপন্ন প্রাণীগুলোর মধ্যে আছে উভচর সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী প্রাণী।

এরমধ্যে ৪২ প্রজাতির উভচরের মধ্যে ৮টি, ১৫৮ টি প্রজাতির সরীসৃপের মধ্যে ৬৩টি, ৭৩৬টি প্রজাতির পাখির মধ্যে ৪৭টি, ১২৪টি স্তন্যপায়ী প্রাণীর মধ্যে ৪৩টির অস্তিত্ব হুমকির সম্মুখীন। এখনই যদি বন্যপ্রাণী রক্ষায় ব্যবস্থা না নেয়া হয় তবে এ প্রাণীগুলোসহ অন্যান্য প্রাণী বিপন্ন হওয়ার আশংকা রয়েছে।  ২০১৩ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘের ৬৮তম সাধারণ অধিবেশনে ৩ মার্চকে বিশ্ব বন্যপ্রাণী দিবস হিসেবে ঘোষণা করে। ২০১৪ সালে প্রথম এ দিবসটি পালন করা হয়। বিশ্বের বন্যপ্রাণী এবং উদ্ভিদকুলের প্রতি গণসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে দিবসটি পালন করা হয়।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট