চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রিয়া সাহা যা করেছেন, নিজ দায়িত্বে করেছেন: রানা দাশগুপ্ত

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ | ৭:০৪ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে প্রিয়া সাহা সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যে অভিযোগ করেছেন, তা তিনি নিজ দায়িত্বে করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রানা দাশগুপ্ত বলেন, ‘প্রিয়া সাহা সংগঠনের অন্যতম সাংগঠনিক সম্পাদক, এটি সত্য। তবে সাংগঠনিক কোনও সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাননি, বা মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেননি। তিনি যা করেছেন, নিজ দায়িত্বে করেছেন। এর সঙ্গে সংগঠনের কোনও সম্পর্ক নেই।’

প্রিয়া সাহাকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রিডম হাউসের এক বিজ্ঞপ্তিতে দেখেছি, প্রিয়া সাহাকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে। কোনও কোনও মার্কিন গণমাধ্যমে আমাকে সংগঠনের সভাপতি, আর প্রিয়া সাহাকে সাধারণ সম্পাদক পরিচয় দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে আমি বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নই। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানকালে এবং সাংগঠনিক পরিচিতি নিয়ে সৃষ্ট বিভ্রান্তির পরিপ্রেক্ষিতে এটিকে ‘সংগঠনবিরোধী কর্মকাণ্ড’ বিবেচনায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গত ২৩ জুলাই অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় তাকে সাময়িকভাবে বহিষ্কার করে এবং তাকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য নিম চন্দ্র ভৌমিক, কাজল দেবনাথ, নির্মল রোজারিও প্রমুখ।

পূর্বকোণ/আল-আমিন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট