চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ঢাকার দুই সিটি মেয়রের পদত্যাগ দাবি ন্যাপের

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০১৯ | ১১:৩১ পূর্বাহ্ণ

ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থতার দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়রের পদত্যাগ দাবি করেছে বাংলাদেশ ন্যাপ। দলটি বলেছে, রাজধানীতে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে।

এ রকম পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক এবং ভুক্তভোগীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন। ফলে নগরবাসী মনে করেন, ডেঙ্গু মোকাবেলায় ব্যর্থ মেয়রদের পদত্যাগ করা উচিত।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গনি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা বলেন, মেয়ররা কথার ফুলঝুরি ছড়ালেও ডেঙ্গু মোকাবেলায় ও মশা নিধনে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেননি।

কয়েক মাস ধরে আলোচনা হলেও ঢাকার দুই সিটি কর্পোরেশন ও সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এখন পর্যন্ত সফলতা দেখাতে পারেনি।

ফলে মেয়রদের স্বপদে বহাল থাকার কোনো নৈতিক অধিকার কি আছে? ঢাকার দুই সিটির মেয়রদের উচিত অবিলম্বে পদত্যাগ করা। তারা বলেন, এটা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে সর্বত্র। সরকার এত কিছুতে সফলতা দেখাচ্ছে, অথচ মশার কাছে ব্যর্থ হয়ে গেল।

সম্প্রতি ঢাকার এক মেয়র বলছেন, ‘মানবদেহের ক্ষতি নয়, মশা মারার এমন ভালো ওষুধ আনার চেষ্টা করছি’। চেষ্টা করতে করতে মানুষই মরে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে মশা নিধনের তেমন কোনো পদক্ষেপ নেই।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট