২৩ জুলাই, ২০১৯ | ৫:৫৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
নগরীর হালিশহর থানাধীন এলাকায় গাড়ির ধাক্কায় ৩০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তবে নিহতের নাম ও পরিচয় কিছুই জানা যায়নি। আজ মঙ্গলবার (২৩ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে হালিশহরের সবুজবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় নাম ও পরিচয়হীন ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্বকোণ/রাশেদ
The Post Viewed By: 289 People