চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শাবিপ্রবির অনশন প্রত্যাহার করে আলোচনায় বসতে শিক্ষামন্ত্রীর আহ্বান

পূর্বকোণ ডেস্ক

২২ জানুয়ারি, ২০২২ | ৯:১১ অপরাহ্ণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন ক্যাম্পাসে পুলিশি অভিযান দুঃখজনক, তেমনি শিক্ষক লাঞ্জিত করা দুঃখজনক। শনিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় শিক্ষামন্ত্রীর বাসভবনে শাবিপ্রবির  শিক্ষকদের প্রতিনিধি দলের সাথে এ বৈঠক শুরু হয় ।

শিক্ষামন্ত্রী বলেছেন, ‘আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান করা সম্ভব। আমার সঙ্গে বা আমার পক্ষ থেকে যদি অন্য কাউকে যেতে হয়, আমরা আলোচনায় বসতে রাজি আছি। কথা বলা যাবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ আন্দোলনে অন্য কারো ইন্ধন রয়েছে কি না, অন্য কারো হাত রয়েছে কি না তা আমি জানি না। আপনারা (সাংবাদিকরা) এটি খতিয়ে দেখতে পারেন। শিক্ষার্থীরা অনশন করছে এতে আমরা কষ্ট পাচ্ছি। আবার শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে যে আচরণ করছে তাও গ্রহণযোগ্য নয়।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট