চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’

অনলাইন ডেস্ক

৩০ নভেম্বর, ২০২১ | ৪:০৯ অপরাহ্ণ

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার একসময় সারা দেশে ‘নো মাস্ক, নো সার্ভিস’ ব্যবস্থা চালু করেছিল। এখন এর পাশাপাশি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে করোনার নতুন ধরন ‘অমিক্রন’ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আয়োজিত এক সভায় এমন সিদ্ধান্ত হয়। পরে সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতিমধ্যে ১০ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ কোটির মতো এবং দ্বিতীয় ডোজ টিকা নেওয়া লোকের সংখ্যা ৪ কোটির কাছাকাছি। শিক্ষার্থী ও বস্তিবাসীদের টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সব পর্যায়েই টিকা দেওয়া হচ্ছে। তার পরও দেখা যায়, এখনো অনেকেই টিকা নেননি এবং আগের চেয়ে টিকা নেওয়ার আগ্রহ একটু কম।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘একটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, আগে যেমন ‌‘নো মাস্ক, নো সার্ভিস’ ছিল, এখন আমরা বলতে চাইছি ‘নো ভ্যাকসিন, নো সার্ভিস’। এটি করতে পারলে টিকার কার্যক্রম আরও বেগবান হবে।’ বিষয়টি এখন চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট