চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২১ | ৪:৪৯ অপরাহ্ণ

চতুর্থ ধাপে লালমনিরহাটের সদর ও কালীগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজ রবিবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। চলমান এ নির্বাচনে সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন । রবিবার (২৮ নভেম্বর) বেলা ২টায় লালমনিরহাটের তুষভান্ডার ইউনিয়নের করিমপুর নেছারিয়া মাদরাসা কেন্দ্রে ভোট দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন তার ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিব্বুজ্জামান আহমেদ।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট দিতে নিজ বাড়িতে আসেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তার নিজ ইউনিয়ন তুষভান্ডারের করিমপুর নেছারিয়া মাদরাসা ভোটকেন্দ্রে ভোট দিতে বেলা ২টায় কেন্দ্রে পৌঁছেন তিনি। ভোটের রীতি মেনে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করেই কেন্দ্রে ত্যাগ করেন মন্ত্রী।

মন্ত্রীর নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ। মোটরসাইকেল প্রতীকে নৌকার বিপরীতে নির্বাচন করছেন সমাজকল্যাণমন্ত্রীর ছোট ভাইয়ের স্ত্রী সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সাজেদা বেগম।

সাজেদা বেগম কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুজ্জামান আহমেদের স্ত্রী। এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্ত্রীর নিজ পরিবারে নৌকার ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় জেলাবাসীর নজর এখন তুষভান্ডার ইউপি নির্বাচনে। তাই এ এখানে নির্বাচনকে ঘিরে বেশ আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। তবে নির্বাচনকালীন নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করলেও নির্বাচনী আচরণবিধি মেনে সমাজকল্যাণমন্ত্রী নিজ বাড়িতেই অবস্থান করছেন। নির্বাচনী কোনো সমাবেশে তিনি অংশ নেননি বলে জানা গেছে।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট