চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাদ আছর এরশাদের কুলখানি

অনলাইন ডেস্ক

১৭ জুলাই, ২০১৯ | ১২:১৫ অপরাহ্ণ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আজ কুলখানি অনুষ্ঠিত হবে।

বুধবার (১৭ জুলাই) বাদ আছর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে এ কুলখানি আয়োজন করা হয়েছে।

প্রয়াত সাবেক এই রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় সবাইকে কুলখানিতে অংশ নিতে অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবং সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

এর আগে, গত ২৬ জুন সকালে অসুস্থবোধ করলে এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তিনি রক্তে হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। তিনি লাইফ সাপোর্ট ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ঢাকায় তিন দফা এবং মঙ্গলবার বাদ জোহর রংপুরের কালেক্টরেট ঈদগাহ ময়দানে চতুর্থ ও শেষ দফায় নামাজে জানাজা শেষে এরশাদের মরদেহ তার স্বপ্নের বাসভবন রংপুরের পল্লী নিবাসে দাফন করা হয়।

পূর্বকোণ/পলাশ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট