চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পুলিশের কার্যালয়ে মিন্নি

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০১৯ | ৩:০৫ অপরাহ্ণ

বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার প্রধান সাক্ষী ও নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ১০টার দিকে বরগুনা পৌর সভার মাইট এলাকার নিজ বাসা থেকে তাকে পুলিশ লাইনে আনা হয়।

বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেছেন, রিফাত শরীফ হত্যা মামলার ১ নম্বর সাক্ষী মিন্নি। তাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য বরগুনা পুলিশ লাইনে আনা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকদের বেলা ১টার দিকে ব্রিফ করা হবে বলে তিনি জানান।

তবে এ মামলায় তাকে এখন পর্যন্ত আটক বা গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশ সুপার।

এদিকে, জিজ্ঞাসাবাদের জন্য মিন্নিকে পুলিশ লাইনে আনার সময় তার সঙ্গে বাবা মোজাম্মেল হোসেন কিশোরও এসেছেন। তিনি জানান, রিফাত শরীফ হত্যাকাণ্ডে জড়িত এক অভিযুক্তকে শনাক্ত করার জন্য মিন্নিকে বরগুনার পুলিশ লাইনে আনা হয়েছে। শনাক্তকরণ শেষ হলে মিন্নিকে আবার বাড়ি নিয়ে যাওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ জুন জেলা শহরের কলেজ রোডে রিফাতকে (২৩) একদল লোক স্ত্রী মিন্নির সামনে কুপিয়ে জখম করে । হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হামলার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় দেশজুড়ে।

পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন হত্যা মামলার মূল আসামি সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড ।

পূর্বকোণ/তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট