চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে আহত ১

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০১৯ | ৮:৫০ অপরাহ্ণ

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আবদুল হাকিম (৪২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জেলার দামুড়হুদার ধান্যঘরা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আবদুল হাকিম উপজেলার ধান্যঘরা গ্রামের মৃত আবু বকর মণ্ডলের ছেলে।
সকাল সাড়ে ৯টার দিকে আবদুল হাকিমের বসতঘরের মধ্যে বোমা বিস্ফোরণের বিকট শব্দ হয় বলে জানান স্থানীয় লোকজন । বিস্ফোরিত বোমায় ওই ঘরের টিনের শেডের চালা উড়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা ঘরের মধ্যে থেকে হাকিমকে উদ্ধার করেন।
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশা ঘটনাস্থলে পৌঁছায়। আহত আবদুল হাকিমকে উদ্ধার করে পাঠানো হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।




চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালট্যান্ট এহসানুল হক তন্ময় জানান, বিস্ফোরিত বোমার আঘাতে হাকিমের মাথা ও বাম পায়ে মারাত্মক জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী বা ঢাকাতে রেফার্ডের পরামর্শ দেয়া হয়েছে।
আহত আবদুল হাকিমের নামে থানায় একটি মামলা আছে বলে জানান পুলিশ সুপার মাহবুবুর রহমান । তিনি আরো জানান,হাকিম বেশ কিছু দিন ঘরে নিজে বোমা বানিয়ে সন্ত্রাসীদের সরবরাহ করতেন বলে তথ্য পাওয়া গেছে।

পূর্বকোণ/ তাসফিয়া

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট