চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সিরাজগঞ্জে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে ৯ জন নিহত

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই, ২০১৯ | ৮:০৮ অপরাহ্ণ

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় রেল ক্রসিংয়ে ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ সোমবার (১৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার লাহিড়ী মোহনপুর স্টেশন সংলগ্ন পঞ্চক্রোশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান।
জানা যায়, উল্লাপাড়ার বেতকান্দি রেল ক্রসিংয়ে একটি মাইক্রোবাস যাওয়ার সময় দ্রুতবেগে আসা ট্রেনের সঙ্গে সংঘর্ষে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় মাইক্রোবাসটিতে ৯ জন যাত্রী। দুর্ঘটনায় শিকার সবার ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর থেকে সারাদেশের সাথে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ রয়েছে।



উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রাথমিকভাবে ৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন মোশারফ হোসেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
এদিকে, দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি রেল লাইনের উপর থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল আগের মতো স্বাভাবিক হয়।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট