চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মক্কায় আরো এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

কামাল পারভেজ অভি, সৌদি আরব

১৫ জুলাই, ২০১৯ | ৬:০২ অপরাহ্ণ

সৌদি আরবের মক্কায় হজ পালন করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে আরো এক বাংলাদেশি মারা গেছেন। এ পর্যন্ত হজ করতে গিয়ে নিহত বাংলাদেশির সংখ্যা দাঁড়ালো চার-এ। নিহত হজযাত্রীর নাম এম এফ এম আফজাল হোসেন (৬৪)। তার পাসপোর্ট নম্বর বি এক্স-০৩৬৯৬৭০। তিনি উত্তরবঙ্গের বগুড়া জেলার আদম দিঘির বাসিন্দা। গতকাল রবিবার (১৪ জুলাই) মক্কার হজ কাউন্সিলর মাকসুদুর রহমান মক্কা নগরীতে আফজাল হোসেনের মৃত্যুর খবর পূর্বকোণ অনলাইনকে নিশ্চিত করেছেন।



হজ কাউন্সিলর মাকসুদুর রহমান জানান, হজ করতে এসে মক্কায় এখন পর্যন্ত চার বাংলাদেশি মারা গেছেন। আজ সোমবার (১৫ জুলাই) সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ১৩৪টি ফ্লাইট এসেছে।
তিনি আরো জানান, এখন পর্যন্ত মক্কায় মোট ৪৯ হাজার ৩৫ জন হজযাত্রী সৌদি আরবের মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৬০৪ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৩১ জন রয়েছেন।
এ বছর চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ করতে যাবেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট