চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাংলাদেশে ঢুকে পড়লেন ভারতীয় গুলিবিদ্ধ রাখাল

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০১৯ | ৫:৩৫ অপরাহ্ণ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) তাড়া খেয়ে বাংলাদেশে প্রবেশ করা গুলিবিদ্ধ ভারতের গরুর রাখালকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার রাতে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত মফিজুল সরদার (২৩) ভারতের উত্তর চব্বিশ পরগণার স্বরুপনগর থানার বড় বাকড়া গ্রামের রজব আলী সরদারের ছেলে।



বিজিবি জানায়, রবিবার দুপুরে ভারতীয় রাখাল মফিজুল সরদার সীমান্তের ৮/৪-এস নং পিলারের পাশ দিয়ে চোরাই পথে একটি গরু নিয়ে শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের সময় ১৫৩ বিএসএফ ব্যাটালিয়নের অধীনস্থ দুবলিয়া ক্যাম্পের কর্তব্যরত টহল দল তাকে লক্ষ্য করে এক রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে। পরবর্তীতে ওই রাখালকে আটক করার জন্য বিএসএফ টহল দল ধাওয়া করে। বিএসএফ সদস্যদের ধাওয়া খেয়ে ভারতীয় রাখাল অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করলে সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীনস্থ কালিয়ানী বিওপির কর্তব্যরত টহল দল তাকে আটক করে।

বিজিবি আরো জানায়, আটক রাখালের শরীরে রাবার বুলেটের আঘাতের চিহ্ন রয়েছে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট