চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জাপানে থাকা তৃতীয় সন্তানকে ফেরাতে হাইকোর্টে বাবার রিট

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২১ | ৩:১৬ অপরাহ্ণ

জাপানে থাকা তৃতীয় সন্তানকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন বাংলাদেশি সেই বাবা ইমরান শরীফ।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরান শরীফের অন্যতম আইনজীবী ব্যারিস্টার কাজী মারুফুল আলম।

গত ৩০শে সেপ্টেম্বর হাইকোর্ট আদেশ দেন, রাজধানীর গুলশানের ফ্লাটে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার সঙ্গে জাপানি নাগরিক মা নাকানো এরিকো রাতসহ ২৪ ঘণ্টা থাকবেন। বাবা ইমরান শরীফ শুধু দিনে সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

গত ১৬ই সেপ্টেম্বর জাপানি শিশুদের নিয়ে বাবা-মাকে সমঝোতার সুযোগ দিয়েছিলেন আদালত। ওই দিন ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত এই মামলা মুলতবি করেছিলেন আদালত।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট