চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সংগৃহীত

১০০০ কিডনি প্রতিস্থাপন করে রেকর্ড গড়লেন ডা. কামরুল

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২১ | ২:১৮ অপরাহ্ণ

এক হাজার কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে রেকর্ড গড়েছেন রাজধানীর শ্যামলী সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালের প্রতিষ্ঠাতা ও কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. কামরুল ইসলাম। ১৪ বছরে তিনি এই ১০০০ কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে রেকর্ড গড়লেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) অধ্যাপক কামরুলের নেতৃত্বে ওই হাসপাতালের সার্জারি টিম এক হাজার তম কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করেছে। এছাড়া করোনার এই মহামারীর মধ্যে মোট ৩০০ কিডনি প্রতিস্থাপন করেছেন তিনি।

পাবনার ঈশ্বরদীর শহীদ মুক্তিযোদ্ধা মো. আমিনুল ইসলামের ছেলে ডা. কামরুল ইসলাম। ১৯৯০ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে স্বর্ণপদকসহ এমবিবিএস ডিগ্রি লাভ করেন। ১৯৯৫ সালে এফসিপিএস এবং ২০০০ সালে বিএসএমএমইউ থেকে ইউরোলজিতে এমএস ডিগ্রি অর্জন করেন। ২০০৩ সালে ইংল্যান্ডের রয়েল কলেজ থেকে তিনি এফআরসিএস ডিগ্রি অর্জন করেন।

এরপর ২০০৭ সাল থেকে কিডনি প্রতিস্থাপন করে যাচ্ছেন এই চিকিৎসক। কিডনি ট্রান্সপ্লান্ট বিষয়ে বিশেষ অবদানের জন্য তাকে ইউরোলজি সোসাইটি স্বর্ণপদক প্রদান করে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট