চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কুমিল্লায় মণ্ডপে কোরআন শরীফ রেখেছিল ইকবাল, দাবি পুলিশের

অনলাইন ডেস্ক

২০ অক্টোবর, ২০২১ | ৯:৩৯ অপরাহ্ণ

কুমিল্লা শহরের নানুয়া দীঘিরপাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখা ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তার নাম ইকবাল হোসেন (৩৫)। সে কুমিল্লার সুজানগর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বলে কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন।

 

সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তিনি কিছু একটা নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলেন। আবার ঘন্টাখানেক পর তাঁকে কিছু একটা কাঁধে নিয়ে রাস্তায় সন্দেহভাজনভাবে ঘুরতে দেখা যায়। আর এই এক ঘণ্টার মধ্যে মন্দিরের চিত্র পরিবর্তন হয়। তবে মন্দিরে ভেতরে কোন সিসি ক্যামেরা না থাকায় ভেতরে অই সময় কি ঘটেছে তা জানা যায়নি। 

পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ইকবাল হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগামীকাল এ ব্যাপারে বিস্তারিত জানাবে পুলিশ।

জানা যায়, ইকবাল হোসেনের বাবা একজন মাছ ব্যবসায়ী। কিন্তু কেন , কাদের জন্য তিনি এই কাজটি করেছেন তা এখনও স্পষ্ট নয়। তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে এখনও কোন তথ্য পাওয়া যায়নি।

 

পূর্বকোণ/এএ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট