চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সড়কে নিহত একই পরিবারের চারজনের দাফন

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২১ | ১১:১০ অপরাহ্ণ

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের চারজনের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার হাটপাগলা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন হয় তাদের। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

শনিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নিহত ফজলুল হক, তার স্ত্রী ও দুই সন্তানের লাশ হাটপাগলা গ্রামে পৌঁছার সঙ্গে সঙ্গে শত শত লোক ভিড় জমান একনজর দেখার জন্য। তখন এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

ফজলুল হকের বৃদ্ধ বাবা চানু মন্ডল, মা ছখিনা খাতুন, বোন শারমিন ও লাকিসহ পরিবারের লোকজনের চিৎকারে বাতাস ভারী হয়ে যায়। একসঙ্গে পরিবারের চারজনকে হারিয়ে কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছিলেন তারা।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন, নিহতদের দাফনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮০ হাজার টাকা দেয়া হয়েছে। সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনের মৃত্যু মর্মান্তিক ঘটনা।

উল্লেখ্য, শনিবার বিকেলে ত্রিশালের চেলেরঘাটে শেরপুরগামী বাস দাঁড়িয়ে থাকা পাথরভর্তি ট্রাককে ওভারটেক করতে গেলে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মারা যান ফুলপুরের ফজলুল হক (৩২), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫), মেয়ে আজমিনা (৮) ও ছেলে আব্দুল্লাহ (৬)। এই দুর্ঘটনায় মোট সাতজনের মৃত্যু হয়।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট