চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

দৈনিক ৪০ হাজার শিক্ষার্থীকে দেয়া হবে করোনা টিকা

অনলাইন ডেস্ক

১৬ অক্টোবর, ২০২১ | ৪:৫৫ অপরাহ্ণ

আগামী ৩০ অক্টোবর থেকে প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

শনিবার (১৬ অক্টোবর) তিনি এ কথা জানিয়েছেন।

ডিজি বলেন, ১২ থেকে ১৭ বছর বয়সী ৪০ হাজার শিক্ষার্থীকে প্রতিদিন টিকা দেওয়া হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৩০ অক্টোবর থেকে শুরু হবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর স্কুল-কলেজ মিলিয়ে ৭৮৩টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এখানে মোট ৬ লাখ ১৫ হাজার শিক্ষার্থী রয়েছে। আমরা এদেরকে প্রথম ধাপে টিকার আওতায় আনব।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য ২০০টি বুথ থাকবে।

তিনি বলেন, দেশের ২১টি পয়েন্টে টিকা দেওয়ার পরিকল্পনা আছে। ঢাকা মহানগরীর টিকাদান কার্যক্রম শেষ হলে পরবর্তীতে দেশের ২১টি পয়েন্টে এ কার্যক্রম ছড়িয়ে দেওয়া হবে।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট