চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

১৮ বছর লড়াইয়ের পর সুমনা এখন বিসিএস ক্যাডার

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০২১ | ১২:১৩ পূর্বাহ্ণ

১৮ বছরের আইনি লড়াই শেষে অবশেষ ২৩তম বিসিএসে চিকিৎসক হলেন সুমনা সরকার।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেখানে ২৩তম বিশেষ বিসিএসে (স্বাস্থ্য) ক্যাডারের জন্য সহকারী সার্জন হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করেছে সুমনা সরকারকে।

এর আগে, গত ১৮ বছর আগে অন্তঃসত্ত্বা অবস্থায় ২৩তম বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন সুমনা। তবে তার বাবা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমল কৃষ্ণ সরকারের মুক্তিযুদ্ধের সনদ নিয়ে জটিলতা দেখা দিলে সুমনার মৌখিক পরীক্ষা নেয়নি পিএসসি।

তবে অদম্য সুমনা এখানেই থেমে যাননি। আইনি পথে এগিয়েছেন এই মুক্তিযোদ্ধা সন্তান। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে আদালতের রায় গেছে সুমনার পক্ষেই। এরপরই তার পরীক্ষা নেয়ার প্রক্রিয়া শুরু করেছে পিএসসি।

তবে সুমনা যে ছেলেকে গর্ভে নিয়েই পরীক্ষা দিয়েছিলেন, সেই ছেলে এখন ঢাকা মেডিকেল কলেজের প্রথম বর্ষের ছাত্র। তবে সুমনার একটাই আফসোস। যে বাবা তাকে সাথে নিয়ে পরীক্ষার হলে পৌঁছে দিতেন, আইনি লড়াইয়েও পাশে থেকে সাহস দিয়েছেন সেই বাবা তার এই সাফল্য দেখে যেতে পারলেন না। ২০১৮ সালেই মারা যান বীর মুক্তিযোদ্ধা ও চিকিওসক অমল কৃষ্ণ সরকার।

পূর্বকোণ/মামুন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট