চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রুদ্ধদ্বার বৈঠকে বিএনপি

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর, ২০২১ | ৬:২৪ অপরাহ্ণ

নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে পাঁচ বিভাগের নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। দ্বিতীয় দফার দ্বিতীয় দিনে অনুষ্ঠিত এ বৈঠকে চট্টগ্রাম বিভাগের ৩৭ জন, কুমিল্লা বিভাগের ২৩ জন, ময়মনসিংহ বিভাগের ১৮ জন, সিলেট বিভাগের ১৪ জন, রংপুর বিভাগের ১৭ জন নির্বাহী সদস্য ছাড়াও জেলার ২০ জন নেতাসহ ১২৯ জনকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

বৈঠকে দলের নির্বাহী কমিটির সদস্য ও জেলার সভাপতি ছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত রয়েছেন।

গত মঙ্গলবার থেকে বিএনপির দ্বিতীয় দফার ধারাবাহিক বৈঠক শুরু হয়েছে। এর আগে প্রথম দফায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দলের কেন্দ্রীয় নেতাদের ধারাবাহিক বৈঠক অনুষ্ঠিত হয়। তিন দিনের ধারাবাহিক বৈঠকে মোট ২৮৬ জন নেতা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট