চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘বিমানবন্দরে তিন-চার দিনের মধ্যে বসবে আরটি-পিসিআর ল্যাব’

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২১ | ৯:১৬ অপরাহ্ণ

আগামী তিন থে‌কে চার‌ দি‌নের মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যাব স্থাপনসহ আরটি-পিসিআর কার্যক্রম শুরু হবে ব‌লে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদকে আশ্বস্ত ক‌রে‌ছেন সিভিল এভিয়েশনের (বে‌বিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

শ‌নিবার (১৮ সেপ্টেম্বর) বিমানবন্দরের কার পার্কিং ইয়ার্ডে বিদেশগামী কর্মীদের করোনা পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব স্থাপনের সাইট পরিদর্শন ক‌রেন মন্ত্রী ইমরান আহমদ। এ সময় এ আশ্বাস দেন বে‌বিচক চেয়ারম্যান।

বে‌বিচক চেয়ারম্যান মন্ত্রী‌কে জানান, ল্যাব স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাব স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/মামুন

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট