চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কুয়েতে ইতালীয় প্রতারকের খপ্পরে চট্টগ্রামের তরুণ

সাদেক রিপন, কুয়েত থেকে

৬ জুলাই, ২০১৯ | ৮:০২ অপরাহ্ণ

কাপ্পিইলো নামের এক ইতালিয়া নাগরিকের কাছ থেকে স্যামসং এস টেন প্লাস মোবাইল কিনে প্রতারিত হয়েছেন কুয়েত প্রবাসী চট্টগ্রামের আরাফাত। শুক্রবার ৫ জুলাই বিকালে কুয়েতের ফান্তাস এলাকায় এ ঘটনা ঘটে। আরাফাত একটি সিকিউরিটি কোম্পানিতে চাকুরি করে।

ভুক্তভোগী আরাফাত বলেন, আমি যেখানে ডিউটি করি সেখানে একটি দামী গাড়ি থেকে এক ইতালিয়ান  আসে কেনাকাটা করতে। কেনাকাটা শেষে সে বলে আমি দেশে যাচ্ছি। কোম্পানি আমাকে একটা মোবাইল গিফট করেছে। আমার জরুরি টাকার প্রয়োজন। ২৮০ দিনার (বাংলাদেশি টাকায় প্রায় ৮০ হাজার টাকা)র চেয়ে কিছু কম দামে হলেও বিক্রি করে দিব। তার ফাঁদে পড়ে আরাফাত মোবাইল সেটটি কিনতে রাজী হয়। তখন তাকে মোবাইলের বিল, তার ইতালীয় পরিচয়পত্র এবং যাওয়ার আগে যোগাযোগের নাম্বার চাইলে  সেটিও (০০৩৯৩৯১৪৫২২৭০৬) দিয়ে যায় ওই প্রতারক।

কাজ শেষ করে বাসায় এসে আরাফাত চেক করে দেখে সদ্য কেনা মোবাইলটি নকল। অরজিনাল নয়। সাথে সাথে হোয়াটস আপ নম্বরে ফোন দিলে ইতালিয়ান লোকটি আসছি লাইন কেটে ব্লক করে দেয়। আরাফাত পরে একাধিক নম্বর থেকে যোগাযোগ করার চেষ্ট করেও ব্যর্থ  হয়।

 

 

পূর্বকোণ/ রিপন- এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট