চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

স্বামীর মৃত্যুর ৪ ঘণ্টার মাথায় শ্বাসকষ্টে স্ত্রীরও মৃত্যু

অনলাইন ডেস্ক

৪ আগস্ট, ২০২১ | ১১:৪৯ পূর্বাহ্ণ

সুনামগঞ্জের জগন্নাথপুরে শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু হয়েছে ছামির আলী (৭৫) নামের এক বৃদ্ধের। তার মৃত্যুর ৪ ঘণ্টার মাথায় শ্বাসকষ্টে স্ত্রীরও মৃত্যু হয়েছে। সোমবার (৩ আগস্ট) বিকালে মীরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফাতেমাপুর গ্রামের ছামির আলী ও তার পরিবারের লোকজন গত এক সপ্তাহ ধরে করোনা উপসর্গে ভুগছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা না করে স্থানীয় ওষুধের দোকান থেকে ওষুধ সেবন করছিলেন তারা। করোনা উপসর্গের বিষয়টি গোপন রেখে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সম্প্রতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তারা টিকাও নেন।

জানা গেছে, সোমবার দুপুর ১টায় মারা যান ছামির আলী। পরে বিকাল সাড়ে ৫টায় তার নামাজে জানাজার সময় নির্ধারণ করা হয়। জানাজার প্রস্তুতি চলাকালে বিকাল ৫টায় স্ত্রী আনোয়ারা বেগমেরও (৬৫) মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে মারা যাওয়া দম্পতির ৪ ছেলে, ২ মেয়ে। তাদের মধ্যে তিন ছেলে যুক্তরাজ্যে বসবাস করছেন। বাড়িতে থাকা অন্য সদস্যরাও করোনা উপসর্গে ভুগছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট