চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

করোনা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে হঠাৎ অজ্ঞান, পরে মৃত্যু

অনলাইন ডেস্ক

২৮ জুলাই, ২০২১ | ১২:৫৩ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো ইকবাল (৪৩) নামের একব্যক্তি হঠাৎ অজ্ঞান হয়ে মারা গেছেন। বুধবার (২৮ জুলাই) সকাল পৌনে ৯টায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক সোলায়মান মিয়া। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, ইকবাল সপ্তাহ খানেক ধরে জ্বর-সর্দিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সকালে তাকে করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে ইকবাল লাইনে দাঁড়িয়ে নমুনা দেওয়ার প্রতীক্ষায় ছিলেন। হঠাৎ অচেতন হয়ে মাটিতে পড়ে যান তিনি। তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসক সোলায়মান বলেন, ইকবালের কোভিড উপসর্গ ছিল। সকালে হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা করাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ অবস্থায় অচেতন হয়ে ঢলে পড়লে জরুরি বিভাগে আনা হয় তাকে। ইসিজি করলে তার মৃত্যুর খবর আসে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট