চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিয়েতে হাজির ম্যাজিস্ট্রেট, টেবিলে খাবার রেখেই পালালেন বর!

অনলাইন ডেস্ক

২৭ জুলাই, ২০২১ | ১১:৩৮ পূর্বাহ্ণ

নেত্রকোণায় বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছে। তবে অভিযানের আগেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে টেবিলে খাবার রেখেই পালিয়ে যান বিয়ের বর ও অতিথিরা।

সোমবার (২৬ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব-উল-আহসান।

স্থানীয়রা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পৌর শহরের চরমোক্তারপাড়া এলাকায় শহিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় প্রশাসনের কর্মকর্তারা। সেখানে শহিদুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলছিল। করোনার মধ্যে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বিয়ের অনুষ্ঠান করায় পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট