চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

গ্যারেজে আগুন, পুড়ল ৩ গাড়ি

অনলাইন ডেস্ক

২৫ জুলাই, ২০২১ | ১:৩৬ অপরাহ্ণ

রাজধানীর মতিঝিলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্যারেজ, দুটি এসি বাস ও একটি প্রাইভেট কার পুড়ে গেছে।  রবিবার (২৫ জুলাই) সকাল ১১টায় গোপীবাগ এলাকায় সাদেক খান রোডের একটি গ্যারেজে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় ১১টা ৫২ মিনিটে আগুন নিভিয়ে ফেলেন।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন। তিনি গণমাধ্যমকে জানান, মধুমিতা সিনেমা হলের পেছনে গোপীবাগ বালুর মাঠে অবস্থিত একটি গাড়ির গ্যারেজে ১১টায়  অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে  প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি গ্যারেজে সিল্ক লাইন কোম্পানির দুটি বাস রাখা ছিল। হঠাৎ আগুন লাগার পরে দুটি বাসেই আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ছয়টি গ্যারেজ, দুটি বাস ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

রহমান মোটরস, মেসার্স সোহেল মোটরস, আরিফ মোটরস, গাজী মোটরস, চিটাগাং মোটরস ও নিউ জননী মোটরস।

 বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বজলুর রশীদ।

পূর্বকোণ/এএ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট